Welcome To Our "A.A.M.C" Blogspot


Sunday, July 24, 2016

অধ্যাপক আবদুল মজিদ কলেজের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর অধ্যাপক আব্দুল মজিদ কলেজের একুশ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে কলেজ মিলতায়নে অভিভাবক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক অধ্যক্ষ আবদুল মজিদ।
কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস আহমেদ চৌধুরীর সভপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক মো. বিল্লাল হোসেন, মো. শাহ আলম, আবদুল ওয়াদুদ, মো. আবু হানিফ ভূঁইয়া, জিন্নাতে পারভিন, মো. মোতাহার হোসেন, কলেজ পরিচালনা পরিষদের সদস্য মো. গিয়াস উদ্দিন ও মো. জসীম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মো. তাজ উদ্দিন আজমেদ। এর আগে প্রধান অতিথি উপস্থিত অতিথিদের সঙ্গে নিয়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আবদুল মজিদ বলেন, কলেজের স্থবিরতা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠাতা হিসেবে তিনি সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

No comments:

Post a Comment