Welcome To Our "A.A.M.C" Blogspot


Sunday, July 24, 2016

” আমি একজন সাধারণ শিক্ষক ছিলাম “– অধ্যক্ষ আব্দুল মজিদ

 আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সৎ ও যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। লেখাপড়া শিখে মানুষের মত মানুষ হয়ে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে। কখনো অন্যায় কাজে লিপ্ত হবে না এবং অন্যায়কে প্রশ্রয় দিবে না। সৎ পথে থেকে মানুষের সেবা করে যাবে। জীবনে সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। জীবনে কখনো মিথ্যা কথা বলবে না। স্বভাব চরিত্রে আচার আচরনে সুন্দর হতে হবে। তাহলেই মানুষ তোমাদেরকে ভাল বাসবে। তিনি আরো বলেন, আমি একজন সাধারণ শিক্ষক ছিলাম। কঠোর প্ররিশ্রমের মাধ্যমে আজ আমি এ অবস্থানে আসতে পেরেছি। আমি একটি আদর্শ মডেল কলেজের(অধ্যাপক আব্দুল মজিদ কলেজ ) স্বপ্ন দেখেছিলাম, সেটা বাস্তবে পরিনত হয়েছে। তিনি শিক্ষার্থীদেরকে মনযোগ দিয়ে লেখাপড়া করে কলেজের পূর্বের সুনাম অুন্ন রাখতে গুরত্ব আরোপ করেন।
এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে করে আজ বার্ষিক মিলাদ মাহফিলে-২০১৬ উপলক্ষে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মজিদ এ কথা বলেন।

No comments:

Post a Comment