Welcome To Our "A.A.M.C" Blogspot


Sunday, July 24, 2016

শিক্ষার লক্ষ ও উদ্দেশ্য


অধ্যক্ষ - প্রতিষ্ঠান প্রধানের বাণী

একটি জাতির সুন্দর ও সমৃদ্ধি নির্ভর করে সুশিক্ষার উপর। অন্ধকার থেকে আলোর পথে আলোকিত পথের সন্ধানে বের হওয়ার কৌশলী মানব সম্পদ তৈরীতে শিক্ষা শ্রমের স্বার্থকতা নির্ভর করে। এ লক্ষে সুদীর্ঘ পথের শেষ প্রান্ত পর্যন্ত যখন দেখবো আলোকিত মানুষের
সমন্বয়ে এলাকায় জ্ঞানের আলোকে প্রতিটি ঘর আলোকিত হচ্ছে তখন আমাদের শ্রম স্বার্থক হয়েছে বলে স্বস্থিতে নি:শ্বাস নিতে পারবো। দোলনা থেকে মৃত্যুর দিন পর্যন্ত জ্ঞান আহরণে ও জ্ঞান বিনিময়ে প্রভূ যেন আমাকে শক্তি দিন । সৎ ও নিষ্ঠা বীর জাতি গঠনে জীবনের শেষ শক্তিটুকু শিক্ষার্থীদের কল্যানে ব্যয় হোক । এ লক্ষে সুস্বাস্থ্য কামনা করি।এ পথের সকল সৈনিকদের যারা সুশিক্ষার আলো ছড়িয়ে বিশ্বের দরবারে বাঙ্গালীদের শির:সমুউজ্জ্বল রাখার জন্য নিরালস শ্রম দিয়ে যাচ্ছেন শ্রমের সফলতা আসবে একদিন হয়তো বা কোনদিন স্বীকৃতি পাবে। সেই বাণী (নি:শ্বেষে প্রান যে করিবে দান ক্ষয় নাই তাঁর ) মানুষ গড়ার কারিগরদের একদিন জয় হবে ।

অধ্যাপক আবদুল মজিদ কলেজের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর অধ্যাপক আব্দুল মজিদ কলেজের একুশ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে কলেজ মিলতায়নে অভিভাবক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক অধ্যক্ষ আবদুল মজিদ।
কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস আহমেদ চৌধুরীর সভপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক মো. বিল্লাল হোসেন, মো. শাহ আলম, আবদুল ওয়াদুদ, মো. আবু হানিফ ভূঁইয়া, জিন্নাতে পারভিন, মো. মোতাহার হোসেন, কলেজ পরিচালনা পরিষদের সদস্য মো. গিয়াস উদ্দিন ও মো. জসীম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মো. তাজ উদ্দিন আজমেদ। এর আগে প্রধান অতিথি উপস্থিত অতিথিদের সঙ্গে নিয়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আবদুল মজিদ বলেন, কলেজের স্থবিরতা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠাতা হিসেবে তিনি সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

” আমি একজন সাধারণ শিক্ষক ছিলাম “– অধ্যক্ষ আব্দুল মজিদ

 আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সৎ ও যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। লেখাপড়া শিখে মানুষের মত মানুষ হয়ে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে। কখনো অন্যায় কাজে লিপ্ত হবে না এবং অন্যায়কে প্রশ্রয় দিবে না। সৎ পথে থেকে মানুষের সেবা করে যাবে। জীবনে সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। জীবনে কখনো মিথ্যা কথা বলবে না। স্বভাব চরিত্রে আচার আচরনে সুন্দর হতে হবে। তাহলেই মানুষ তোমাদেরকে ভাল বাসবে। তিনি আরো বলেন, আমি একজন সাধারণ শিক্ষক ছিলাম। কঠোর প্ররিশ্রমের মাধ্যমে আজ আমি এ অবস্থানে আসতে পেরেছি। আমি একটি আদর্শ মডেল কলেজের(অধ্যাপক আব্দুল মজিদ কলেজ ) স্বপ্ন দেখেছিলাম, সেটা বাস্তবে পরিনত হয়েছে। তিনি শিক্ষার্থীদেরকে মনযোগ দিয়ে লেখাপড়া করে কলেজের পূর্বের সুনাম অুন্ন রাখতে গুরত্ব আরোপ করেন।
এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে করে আজ বার্ষিক মিলাদ মাহফিলে-২০১৬ উপলক্ষে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মজিদ এ কথা বলেন।